
বার্সেলোনা ছাড়ার কারণ জানালেন নেইমারের বাবা
২০১৩ সালে শৈশবের ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। কাতালান ক্লাবটিতে তিনি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি। ২০১৪ সালে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ যোগ দিলে তাদের সমন্বয়ে গড়ে ওঠে "এমএসএন" নামের ঐতিহাসিক ত্রয়ী। এই আক্রমণভাগ ফুটবলবিশ্বে ঝড় তোলে, যা বার্সেলোনাকে এনে দেয় অসংখ্য সাফল্য।
এমএসএন জুটি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপসহ বহু শিরোপা এনে দেয়। কিন্তু ২০১৭ সালে হঠাৎ করেই রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন। তার এই সিদ্ধান্তে ফুটবলবিশ্ব বিস্মিত হয়।
পিএসজিতে নেইমারের সময়টি প্রত্যাশিত সুখকর হয়নি। মাঠের খেলা ছাড়াও ড্রেসিং রুমে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তার পারফরম্যান্সে প্রভাব ফেলে। বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটানোর পর কেন তিনি পিএসজিতে পাড়ি জমালেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই মনে করেছিলেন মোটা অঙ্কের অর্থই এই সিদ্ধান্তের মূল কারণ। তবে সম্প্রতি নেইমারের বাবা এবং এজেন্ট নেইমার সিনিয়র জানালেন বার্সা ছাড়ার আসল কারণ।
বার্সা ছাড়ার পেছনের কারণ
নেইমার সিনিয়রের মতে, ২০১৭ সালে বার্সেলোনায় একটি জটিল সময় চলছিল। ক্লাবের ম্যানেজমেন্ট কী করতে চায়, তা পরিষ্কার ছিল না। নেইমারকে ধরে রাখার চেষ্টা করলেও তিনি বার্সা ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
তিনি বলেন, 'আমরা কাতালোনিয়ায় কঠিন সময় পার করছিলাম। ক্লাবের আর্থিক অবস্থাও ভালো ছিল না। নেইমার বুঝতে পেরেছিলেন যে ক্লাবের এই অবস্থায় মেসি ও সুয়ারেজকেও ধরে রাখা সম্ভব হবে না। তাই নতুন দলে যাওয়ার সিদ্ধান্ত নেন।'
নেইমার সিনিয়র আরও জানান, বার্সেলোনায় থাকাকালীন রিয়াল মাদ্রিদ নেইমারের জন্য তিনগুণ বেশি অর্থের প্রস্তাব দিয়েছিল। কিন্তু নেইমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার স্বপ্ন ছিল মেসি এবং সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে খেলা।
পিএসজিতে মেসির সঙ্গে পুনর্মিলন
২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলে নেইমার এবং মেসি আবারও একসঙ্গে খেলেন। তবে এই জুটিতে সুয়ারেজের অনুপস্থিতি থাকায় নেইমারের স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি।
নেইমার সিনিয়রের বক্তব্য থেকে স্পষ্ট, তার ছেলের বার্সা ছাড়ার সিদ্ধান্ত অর্থ নয় বরং ক্লাবের অনিশ্চিত ভবিষ্যৎ ও নতুন সম্ভাবনার খোঁজে নেওয়া হয়েছিল। নেইমারের এই পদক্ষেপ ফুটবলবিশ্বে আলোড়ন তুললেও তার ব্যক্তিগত লক্ষ্য পূরণে তা পুরোপুরি সফল হয়নি।
আরও পড়ুন: জুলাই বিপ্লবে নতুন পথে জামায়াতে ইসলামী
দুর্জয় বাংলা