
পূর্বধলায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, আটক ২
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া মনারকান্দা গ্রামের মৃত জহুর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে একই গ্রামের মৃত নূরুল ইসলামের স্ত্রী ছালেমা খাতুন (৫০) এবং তাদের ছেলে আবু সাঈদ (৩৭) কে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত চাঁন মিয়া ও তার ভাই আবুল কাসেমের সঙ্গে তাদের ভগ্নীপতি ফাইজুল ইসলাম এবং তার ভাই নূরুল ইসলাম ও সবুজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
বিরোধের জেরে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে চাঁন মিয়া ও তার ভাই আবুল কাসেম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চাঁন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দে বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: মধ্যনগরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার
দুর্জয় বাংলা