
বারহাট্টায় ২০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
নেত্রকোনার বারহাট্টায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার আসমা ইউনিয়নের কালাভাঙ্গা বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, আমি আসমা ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় হঠাৎ দেখি কালাভাঙ্গা বিলে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকার চলছে।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান করে আনুমানিক অবৈধ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ করি।
পরে এগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খবিরুল আহসানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ বারহাট্টায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
লতিবুর রহমান খান