
কেন্দুয়া প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতে তাহসিনা রুশদী লুনা
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে তিনি প্রেসক্লাবে উপস্থিত হন।
এসময় তার সঙ্গে ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, দেশটিভির এডিটর মশিউর রহমান খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ।
সাংবাদিকদের উদ্দেশে তাহসিনা রুশদী লুনা বলেন, “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করে দিয়েছে। বাংলার মানুষ ভোট দিতে চায়। আমরা সেই ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের এলাকার কৃতি সন্তান ড. রফিকুল ইসলাম হিলালী। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। আশা করি, আপনারা তাকে পাশে রাখবেন। সাংবাদিকগণ সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়।”
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে তাহসিনা রুশদী লুনা এক সংক্ষিপ্ত সফরে কেন্দুয়া আসেন এবং ড. হিলালীর বাসভবন 'হিলালী প্যালেস'-এ অবস্থান করেন।
রাখাল বিশ্বাস