
কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত ঘোষণা
বেদনাদায়কভাবে জানানো যাচ্ছে যে, কেন্দুয়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব সেকুল ইসলাম খান হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে আজ ৩ মে ২০২৫ তারিখে নির্ধারিত ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই সেলিম জানান, ক্লাবের সভাপতি অসুস্থ থাকায় অনুষ্ঠান আয়োজন করা বর্তমানে সম্ভব নয়। সকল সদস্য এবং অতিথিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক তারিখে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানানো হবে।
কেন্দুয়া প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সভাপতি জনাব সেকুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য আমরা সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আব্দুল হাই সেলিম
সাধারণ সম্পাদক
কেন্দুয়া প্রেসক্লাব, নেত্রকোণা।
আরও পড়ুনঃ কেন্দুয়া প্রেসক্লাবের গৌরবের ৪০ বছর আজ
দুর্জয় বাংলা