
মোহনগঞ্জে ১৭ টি মসজিদে খাটিয়া বিতরণ
মোহনগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে ১৭ টি জামে মসজিদে ১টি করে ১৭ টি খাটিয়া বিতরণ করা হয়েছে। এডিবির অর্থায়নে এসব খাটিয়া বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
বুধবার উপজেলার পরিষদ প্রাঙ্গনে এসব খাটিয়া প্রতিটি মসজিদ কমিটির সভাপতি সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
মসজিদ গুলো হল,জালালপুর জামে মসজিদ, চানপুর, বড়তলী উত্তর পাড়া,রতিয়ার কোনা,দূর্গাপুর,সুয়ািড় পুর্ব পড়া, ছোট পাইকুড়া শিবির,বিরামপুর, ধোলিয়া জামে মসজিদ সহ মোট ১৭টি জামে মসজিদে এসএসপাইপ দিয়ে তৈরি এসব খাটিয়া বিতরণ হয়েছে।
আরও পড়ুন: মোহনগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত