গৌরীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
"মাদককে না বলুন"এ শ্লোগানকে সামনে রেখে ময়মনমিংহের গৌরীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত।
এ উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালীর পর উপজেলা পরিষদের সামনে শতবর্ষী আমতলায় বুধবার ৩১ মে বেলা ১১.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আফরোজা আফসানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্হিত ছিলেন মুক্তিযোদ্বা সংসদের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দীন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি,সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সন্পাদক ফারুক আহমেদ, গৌরীপুরে কর্মরত প্রেস ও ইলেকট্রনিক মেডিয়ার সাংবাদিকবৃন্দ।