বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বেড়ায় ৬৫ বছরের বৃদ্ধর লাশ উদ্ধার  

প্রকাশিত: ১৫:২০, ২৩ জুন ২০২৩

বেড়ায় ৬৫ বছরের বৃদ্ধর লাশ উদ্ধার  

বেড়ায় ৬৫ বছরের বৃদ্ধর লাশ উদ্ধার  

এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মনোরমা সূত্রধর তিন ছেলের জননী। তিনি বেড়া উপজেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাটিয়াবাড়ি গ্রামের মৃত দুত কুমার সূত্রধরের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রথযাত্রা শেষে সন্ধ্যা সাড়ে আট টার দিকে নিজ বাড়িতে প্রবেশ করেন মনোরমা সূত্রধর। রাত ৯ টার দিকে প্রতিবেশি একমহিলা তার বাড়িতে প্রবেশ করলে বৃদ্ধাকে বিছানার উপর বস্ত্রহীন অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় নিহতের কানের দুল,গলার চেইন, হাতের চুড়ি নেই এবং ঘরের জিনিসপত্র অগোছালো। নিহতের তিন ছেলে চাকরির সূত্রে ঢাকায় থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন।

খবর পেয়ে সুজানগর-আমিনপুর পুলিশের সার্কেল রবিউল ইসলাম, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেন।

নিহতের ছোট ছেলে প্রকৌশলী সমীরণ সুত্রধর জানান, আমার মা বাড়িতে একাই থাকতেন। আমরা তিনভাই ঢাকাতে থাকি। আমাদের কারো সাথে কোন শত্রুতা ছিল না। কী কারণে আমার মাকে হত্যা করা হল এটা আমাদের জানা নয়। তিনি আরও জানান, আমার মায়ের ঘরে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিল। সবকিছুই নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সুজানগর-আমিনপুর পুলিশের সার্কেল রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশিদের ভাষ্যমতে নিহত মনোরমা সুত্রধর মৃত অবস্থায় তার বিছানায় বস্ত্রহীন অবস্থায় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তার শরীরে ধারালো কোন অস্ত্রের আঘাত দেখা যায়নি তবে গলায় হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে। ওই এলাকার সিসি টিভির ফুটেজ দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল রহস্য জানা যাবে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন: ত্রিশাল পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798