
শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ ও উঠোন বৈঠক
শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ৪ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাজার ও নতুন বাজার এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে নতুন বাজারে অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বেপারী, আওয়ামী লীগ নেতা কামাল মুন্সী, শাহজাহান শেখ, আশরাফ বেপারী, নুর ইসলাম শিকদার, বাবুল বেপারী, জয়, দাউদ হাওলাদার, আলীমত হাওলাদার, আলমগীর হাওলাদার, স্থানীয় ইউপি সদস্য মো. সুলতান, বাবুল বেপারী, সাবেক মেম্বার মো. বতুসহ অনেকে।
আরও পড়ুন: জৈন্তাপুর লালাখাল সীমান্ত বিএসএফ’র গুলিতে একজন নিহত, আহত ২