মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৩:২১, ৫ আগস্ট ২০২৩

বারহাট্টায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

বারহাট্টায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

নেত্রকোণার বারহাট্টায় বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যান্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্ত¡রের সামনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ।

এছাড়াও আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798