নাগরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কেদারপুর (শেখ হাসিনা) সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: সাফিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর মোকনা ইউনিয়নের বেটুয়াজানি এলাকার বাসিন্দা আ করিমের ছেলে রিমন খান (১৭)।
এ ব্যাপারে নাগরপুর থানা সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত হয়েছে। বর্তমানে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: শেরপুরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত