
কাশিনাথপুরে সাপের কামড়ে কলেজ শাখা ছাত্রলীগ কর্মীর মৃত্যু
পাবনার কাশিনাথপুরে সাপের কামড়ে ছাত্রলীগ কর্মীর রাকিবের মৃত্যু হয়েছে। রাকিব কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাকিব কাশিনাথপুর ইউনিয়ন এর সাটিয়াকোলা গ্রামের আহেদ আলীর ছেলে।
মঙ্গলবার ২২আগস্ট সন্ধার দিকে কয়েকজন বন্ধু মিলে আম্বুগাড়া বিল শ্মশান সংলগ্ন পুকুরে মাছের খাবার দিতে যায়। সন্ধার সময় একটি বিষধর সাপ রাকিবের পা জড়িয়ে ধরে এবং দংশন করে। সাথে থাকা বন্ধুরা পরবর্তীতে একটি ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বিষ নামিয়ে বলে এখন নিরাপদ।তার কয়েকঘন্টা পরে রাকিবের অবস্থার অবনতি হয়। তারপরে কাশিনাথপুর মা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কাশিনাথপুর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. এনামুললের কাছে সাপে কামড়ে ওঝার বিষ নামানো নিয়ে জানতে চাইলে তিনি জানান - বিজ্ঞান কখনও ঝাড়-ফূকে বিশ্বাসী নয়।বিষাক্ত সাপ কামড় দিলে অবশ্যই তাকে ইনজেকশন ও সঠিক চিকিৎসা প্রদান করতে হবে। ঝাড়-ফূকে কখন বিষাক্ত সাপের বিষ নামবে না।
আরও পড়ুন: বিয়ের প্রলোভন রামগঞ্জে প্রতিবন্ধী গৃহ-পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ