মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দা থানায় ১১৫ মিটার সড়ক উদ্বোধন

প্রকাশিত: ১৯:১৩, ২৬ আগস্ট ২০২৩

কলমাকান্দা থানায় ১১৫ মিটার সড়ক উদ্বোধন

কলমাকান্দা থানায় ১১৫ মিটার সড়ক উদ্বোধন

নেত্রকোনার কলমাকান্দা থানা এলাকায় অভ্যন্তরীন ১১৫ মিটার পাকা সড়ক ও রামবুটান ফল গাছের চারাসহ গাছের রোপনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে এসব উদ্বোধন করেন,  নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ। 

এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ওসি আবুল কালামকে নির্দেশনা দেওয়া হয়েছিল  থানা অভ্যন্তরীণ সড়কগুলো পাকা করণের জন্য। পরে তিনি উপজেলা পরিষদের মাধ্যমে সড়কটি পাকা করেন। আর এ কাজে বরাদ্দ দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালন করেন কলমাকান্দা থানা জামে মসজিদের খতিব হাফেজ মো.খাইরুল কবির।

আরও পড়ুন: সাহিত্য সম্মাননা পদক পেলেন ত্রিশালের এস এম মাসুদ রানা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798