
রাজারহাটে ইউএনও’র পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রেসক্লাবের আয়োজনে ইউএনও'র পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
আজ ১৪ সেপ্টম্বর ২০২৩ইং বৃহস্পতিবার বিকালে ৪টায় উপজেলা অফির্সাসক্লাবে প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবুলর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আলীফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এসিল্যান্ড এবিএম আরিফুল ইসলাম, ওসি মোঃ আব্দুল্লাহিল জামান, কুড়িগ্রাম প্রসক্লাবের সাবেক সভাপতি এ্যাডঃ আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক এনামুল হক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন-প্রেস ক্লাবের সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার, এম আজিজুল হক, যুগ্ম সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, রাজারহাট উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহানুর আলম সোহেল, সাংবাদিক তৌহিদুর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ইউএনও নূরে তাসনিমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে লালমনিরহাট জেলায় পদায়ন করা হয়েছে।