রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৫:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৩

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বগুড়া শিবগঞ্জে পরিবহন মালিক, চালক, হেলপার, শ্রমিক ও পথচারীদের নিয়ে  সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতামূলক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  ( ২১ সেপ্টেম্বর)  বিকাল ৫টায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ও উদযাপন কমিটির নির্দেশনায় মোকামতলা - জয়পুরহাট  মহাসড়কের কিচক বন্দরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি  আমিনুর ইসলাম । 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনে চালক, হেলপার ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে কাগজপত্র ও ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি ২০২৩ এর আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ন আহবায়ক  সামছুর রহমান, প্রভাষক রাজিকুল ইসলাম রনি, সদস্য সচিব আসাদুল্লাহ, কিচক বন্দর সিএনজি মালিক সমিতির সভাপতি আক্কাছুর রহমান ছান্না, সাধারণ সম্পাদক  রনি, কিচক বাজার লেবার শ্রমিকের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মোটর  বিশ্রামাগারের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্দর ইমারত শ্রমিক ইউনিয়ের সভাপতি ওবাইদুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কিচক প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াদুদ। 

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এতে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার  অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, শাহজাহান আলী,  হেলাল উদ্দিন,  সেলিম  হোসেন প্রাং, মিজানুর রহমান, আব্দুল মতিন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিন, আব্দুল হামিদ,  মহসিন, ওমর ফারুক, কিচক প্রেসক্লাবের ধর্ম বিষয় সম্পাদক কাজী সিরাজুল ইসলামসহ বন্দরের পরিবহন মালিক, চালক, হেলপার, শ্রমিক ও পথচারীগণ।

আরও পড়ুন: বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ইমরানুল হক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808