
কেন্দুয়ায় পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নেত্রকোনার কেন্দুয়ার চিরাং বাজারে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নেভায়।
পিকআপ ভ্যানের সত্ত্বাধিকারী মুনসুর মিয়া জানান, নেত্রকোনার বারহাট্টা থেকে হাঁস নিয়ে পিকআপ ভ্যানটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল।
শনিবার রাত ১১টার দিকে কেন্দুয়ার চিরাং বাজারে পৌঁছলে কতিপয় দুর্বৃত্ত গাড়িটি আটকে চালক সনু মিয়াকে মারধর করে নামিয়ে দেয়। পরে তারা আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নেভায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনকে কেন্দ্র করে চেয়ারম্যান সমর্থকদের হাতে আ.লীগ নেতা লাঞ্ছিত