মসজিদ মাদ্রাসায় অনুদান দেন আমেরিকা প্রবাসী খায়রুল ইসলাম
এলাকার মসজিদ মাদ্রাসা নগত অর্থ প্রদানের মাধ্যমে অনুদান দেন কাউরাট গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ খায়রুল ইসলাম। শনিবার দুপুরে কাউরাট গ্রামের হাজী বাড়ী প্রাঙ্গণে এক মসজিদে এ অনুদান প্রদান করেন।
এ সময় কেন্দুয়া উপজেলার টেংগুরী মাদ্রাসা, নওপাড়া মাদ্রাসা, কাউরাট গ্রামের শান্তিপাড়া গ্রামে মসজিদ, কাউরাট বড় মসজিদ, কুতুবপুর পূর্বপাড়া ও পশ্চিমপাড়া জামে মসজিদ এবং কাউরাট ব্রাক সমিতির সদস্যদের নদত অর্থের অনুদান দেন তিনি।
এছাড়া এক দুস্ত মহিলার ঘর নির্মাণের জন্য অর্থ দেওয়া ছাড়াও কাউরাট মাদ্রাসার মোহতামিম মোঃ শফিকুল ইসলামকে উমরা হজ্ব পালনের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আপনাদের যা অর্থ দিয়েছি তা দিয়ে প্রত্যেকেই কাজ শুরু করেন পরবর্তীতে আরও অনুদান দেওয়া হবে। এ উপলক্ষে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।