আটপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও
নেত্রকোনার আটপাড়ার সুখারী ইউনিয়নে হাতিয়া তারাচাপুর গ্রামে আগুন লেগে মোতাহার হোসেনের একটি টিনের ঘরসহ ৩টি গরু, ১টি বিদেশি ষাঁড় সহ পুড়ে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় হাতিয়া তারাচাপুর গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী মোতাহার হাসান জানান, আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের খবর শুনে ছুটে যান নবাগত মানবিক ইউএনও সাজ্জাদুল হাসান, তিনি ক্ষতিগ্রস্ত ব্যাক্তির সাথে কথা বলেন, এবং মাথায় হাত বুলিয়ে সান্তনা দেন এবং অগ্নিকান্ড রোধে সবাই কে সচেতন করার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম,সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, উপজেলা প্রেসক্লাবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী।
আরও পড়ুন: জয়পুরহাটে শিশু অপহরণকরী মানিক র্যাবের হাতে গ্রেফতার
মো. আসাদুজ্জামান খান সোহাগ