শেরপুর জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু
শেরপুর জেলা কারাগারে জমসেদ আলী (৬০) নামে এক কয়েদি মারা গেছে। শুক্রবার রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমসেদের মৃত্যু হয়।
জমসেদ মাদক মামলায় এক বছর আট মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি। মৃত জমসেদ আলী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের মোছলেম উদ্দিনের ছেলে।
শেরপুর জেলা কারাগার সূত্র জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদালত থেকে তাকে ৩০ জানুয়ারি কারাগারে প্রেরণ করা হয়। ১ মার্চ শুক্রবার সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বণিক সমিতি কর্তৃক নবনির্বাচিত এমপি শহিদুল ইসলামকে সংবর্ধনা
মোহাম্মদ দুদু মল্লিক