নিহত আরাফাত হোসেন । ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা টেঙ্গাবর এলাকায় নিখোঁজের তিন পর বনে মিলল শিশু শিক্ষার্থীর লাশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রজনী কান্ত ফুটবলের মাঠের পাশের জঙ্গল থেকে আরাফাত হোসেন (১১) নামের শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই শিক্ষার্থী শনিবার সকাল ১০টার দিকে খেলার মাঠে থেকে নিখোঁজ হয়। আরাফাত কাচিঘাটা টেঙ্গাবর এলাকার আকাশ মিয়ার ছেলে। কাচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পেশায় অটোরিকশা চালক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৬ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির পাশে রজনী খেলার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আরাফাত। আরাফাতকে খুঁজে পায়নি তার পরিবারের সদস্যরা। ১৭ মার্চ আরাফাতের বাবা আকাশ মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার দুপুুরে রজনী খেলার মাঠের পাশে বনের ভেতর গলায় পরনের প্যান্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আরাফাতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
আরাফাতের বাবা-মাকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ছেলের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, শিশু আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বিষ্ফোরণ আইনের মামলায় বিএনপি’র ২৫ নেতাকর্মী কারাগারে
আফজাল হোসেন