প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলেন ফুলবাড়ীর ৪ হাজার ৬২১ পরিবার
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৪ হাজার ৬২১ জন দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত ভিজিএফ চাল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এ সময় পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মো. মমতাজুর রহমান পারভেজ. মো. হাসানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান ফিজার এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
আরও পড়ুন: বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত
কংকনা রায়