
জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার থেকে মেঘালয়ের জৈন্তিয়া হিল সহ জৈন্তাপুর অঞ্চলে অবিরাম ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে জৈন্তাপুর উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মেঘালয় পাহাড়ের উজান থেকে সারী নদী হয়ে নেমে আসা ঢলে জৈন্তাপুর উপজেলার সারী নদীর পানী সাভাবিকের চেয়ে বিপদ সীমার .২৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রভাহিত হয়, এর ফলে বড়গাং, নয়াগাং ও রাংপানি নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার নিজপাট ইউনিয়নের পাহাড়ী ঢলের পানি ডিবিরহাওর,ফুলবাড়ী,ঘিলাতৈল, টিপরাখলা, খলারবন্দ, নিজপাট এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, চাতলারপাড়, বামনহাওর, শেওলারটুক, লক্ষিপুর, খারুবিল, মুক্তাপুর, মোয়াখাই, লামনিগ্রাম, বাউরভাগএলাকার নিম্নাঞ্চলের ঢলের পানিতে তলিয়ে যায়। চলতি মৌসুমে হাওড় এলাকাতে কোন ধরণের ফসল না থাকায় ক্ষয় ক্ষতির কোন সম্ভাবনা নেই বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা জুড়ে ভারী বর্ষণের ফলে জন সচেতনা হিসেবে প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের মধ্যমে জনসচেতনতামুলক প্রচারণা চালানো হয়েছে।
এ সময় উপজেলার টিলা ও পাহাড়ী এলাকায় বসবাসরত এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে। এ পর্যন্ত পাহাড়ী ঢলের ক্ষয় ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন : দুর্গাপুরে ৪টি বসতঘর ভাংচুর হামলা, মামলা করলে প্রাণনাশের হুমকি
গোলাম সরওয়ার বেলাল