মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা ভারতীয় চিনি ও ইঞ্জিন চালিত দুটি নৌকা জব্দ করা হয়েছে। এসময় ৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রাম থেকে চোরাকারবারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চোরাকারবারিরা হলোঃ পাশের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের ১। কুতুব উদ্দিন(২৮)পিতা-সাইকুল ইসলাম ২। ইসলাম নুর(৫৩) পিতা-মৃত: সোনামিয়া ৩। মোহাম্মদ আলী(৩৮) পিতা-মোঃ সাইকুল ইসলাম একই ইউনিয়নের ৪। সম্রাট (২৪) পিতা-বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী সাং-বিনোদপুর ৫। সুরঞ্জন বর্মন(২৫) পিতা-মন্টু বর্মন সাং মুদরাই।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে।