কেন্দুয়ায় গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস/২৪ উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় গর্ভকালীন মায়েদের স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০মে) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকূর্শা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গন এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবার সচেতনতা মূলক অনুষ্ঠানে ফোরামের সভাপতি রহিছ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সম্মানিত সদস্য ও নেত্রকোনা পৌর আ'লীগ সভাপতি অর্পিতা খানম সুমি,স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগম,চয়ন সরকার,ঝর্ণা জাহান, কমিউনিটি ক্লিনিকের অসীম দেবনাথ,শাহাজুল সাজু, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির মজিবুর রহমান,এনায়েতুল হক,গর্ভবতী মায়েদের পক্ষে সালমা জাহান ইতি ও হোসনা আকতার বক্তব্য রাখেন।
"রক্ত দানে আমরা কেন্দুয়া" এর কর্মিরা গর্ভবতী মায়েদের বিনা মূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করে দেন এবং আয়োজকরা বিনা মূল্যে গর্ভবতী মায়েদের মাঝে ঔষধ বিতরণ করেন।
অনুষ্ঠানে ২২ জনের মত গর্ভবতী মা অংশ নেন। এ সময় তাদের অনেকের স্বামী ও শ্বাশুড়ী,কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : আমরা মনে করছি মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে: হারুন অর রশীদ