মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

প্রকাশিত: ০৯:৩২, ২৬ জুলাই ২০২৩

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

আজ ২৬ জুলাই বুধবার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস । মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে প্রতিবছর জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

১৯৭১ সালের ২৬ জুলাই সকালে দূর্গাপুরের বিরিশিরি থেকে কলমাকান্দায় পাকহানাদার ক্যাম্পে রসদ আসার খবর পান মুক্তিযোদ্ধারা। এরপর পরিকল্পনা অনুযায়ী কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে ৪০ জন মুক্তিযোদ্ধা ৩টি দলে বিভক্ত হয়ে নাজিরপুর বাজারের সকল প্রবেশ পথে এম্বুস করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাকহানাদার বাহিনী না আসায় তাদের এম্বুস প্রত্যাহার করে তারা নিজ ক্যাম্পের পথে যাত্রা করেন। পথিমধ্যে নাজিরপুর কাচারির কাছে পাকহানাদার বাহিনী তাদের উপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি করতে থাকেন। এক পর্যায়ে এই সম্মুখ যুদ্ধে শহীদ হন ওই সাত মুক্তিযোদ্ধা।

শহীদ যারা হলেন- নেত্রকোনার ডা. আবদুল আজিজ, মো. ফজলুল হক ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান,দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। সম্মুখ যুদ্ধ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের লেংগুরার ফুলবাড়ী সীমান্তে গনেশ্বরী নদীর পাড়ে ১১৭২নং পিলার সংলগ্ন স্থানে সমাহিত করা হয়।

মহান ওই সাত আত্মত্যাগী শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এদিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও উপজেলা ইউনিট কমান্ড দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান , নাজিরপুর স্মৃতিসৌধে ও লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার প্রদান করা হবে।

বাদ যোহর লেংঙ্গুরা জামে মসজিদে এবং একই সময়ে স্থানীয় মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে লেংঙ্গুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে হবে আলোচনা সভা। আলোচনা সভায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আশরাফ আলী খান খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নেত্রকোনা - ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, ৩১১ সংরক্ষিত মহিলা আসনের নেত্রকোনা-১৭ আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা পৌরসভা মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, প্রাক্তন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনসহ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারবৃন্দ। এবারও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এসব অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন: ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আগামীকাল