শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৮:১১, ২৪ আগস্ট ২০২৩

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের  চাট্টা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূর মোহাম্মদ (৮০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বেলা ১১ টায় জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূর মোহাম্মদ ব্যক্তিগত জীবনে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ নাতি নাতনি, আত্নীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের প্রথম জানাজার নামাজ  ঢাকার পল্লবীতে ও দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার চাট্টা গ্রামে বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় গার্ড অব অনার ও রাষ্টীয় মর্যাদা প্রদান শেষে অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, কেন্দুয়া-আটপাড়া সার্কেলের এএসপি হোসাইন মোহাম্মদ ফারাবী, উপজেলা পুলিশ কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ  ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। রণঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন: নওগাঁয় চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যার অভিযোগে দুইজন আটক

আরো পড়ুন