অভ্যন্তরিন বোরো সংগ্রহ শুরু
কেন্দুয়া উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরিন বোরো সংগ্রহ অভিযান- ২০২৩ শুরু হয়েছে। বুধবার দুপুরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভ‚ঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন পাল জানান, অভ্যন্তরিন বোরো সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ২৮০ মেট্রিকটন চাল এবং ১২শ টাকা মন দরে ১ হাজার ৬৬৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনকালে ধান
চালের সঠিক মান ও ওজন ঠিক রাখার জন্য পরামর্শ দেয়া হয়।
আরও পড়ুন: মধ্যনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ