
ধর্মপাশায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশায় সোমবার সকাল এগারোটায় স্মার্ট ভূমিসেবা ২০২৩ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা স্ব্যাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তানসির বিল্লা, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরি, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেলসহ প্রমুখ।
আরও পড়ুন: মোহনগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত