ধর্মপাশায় ও মধ্যনগর খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ শুরু
ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ধর্মপাশা খাদ্য গুদামের প্রাঙ্গণে ধর্মপাশা ও মধ্যনগর এ দুই উপজেলার খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধান ক্রয় কমিটির সভাপতি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ধর্মপাশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, সহকারী খাদ্য উপ-পরির্শক মো.কামরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল প্রমুখ।
সরকার চলতি বছর ২০২৪ এ বোরো মৌসুমে ধর্মপাশা খাদ্য গুদামে মোট ১ হাজার ৫০০ মেট্রিক টন ও মধ্যনগরে ২ হাজার ৩৯৫ মেঃ টন ধান সংগ্রহ করবে। দুই উপজেলায় মোট ৩ হাজার ৮৯ ৫মেট্রিক টন ধান ক্রয় করবে ধর্মপাশা খাদ্য গুদাম ও মধ্যনগর খাদ্য গুদাম।
সরকারি নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা হিসেবে প্রতি মণ ধান ১২৮০ টাকায় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে দেওয়ার নির্দেশনা রয়েছে। ১ জন কৃষকের নিয়ে আসা ৩ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে গুদামে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।