বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়ায় তারানা হালিমকে সংবর্ধনা

প্রকাশিত: ১৮:১৮, ২০ মে ২০২৩

আপডেট: ১৮:২৪, ২০ মে ২০২৩

নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়ায় তারানা হালিমকে সংবর্ধনা

তারানা হালিম

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর (ডিজিটাল বাজার) নামক স্থানে এক সংবর্ধনা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলা আ. লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন এর সভাপতিত্বে ও মীর সানোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার (সাবেক সভাপতি নাগরপুর উপজেলা আ. লীগ সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা আ. লীগ) বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম (সাবেক চেয়ারম্যান সলিমাবাদ ইউ.পি সাবেক সদস্য টাঙ্গাইল জেলা আ. লীগ) তারানা হালিম তার বক্তব্যের প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সাধারণ মানুষকে রক্ষার্থে ২০,০০০ জিও ব্যাগ এবং ৮০০ জিও টিউব বরাদ্দ দেওয়ায় এবং অতি শীঘ্রই সলিমাবাদ,বলরামপুর, নিশ্চিন্তপুর স্থায়ী বাধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে বিশেষভাবে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মো.খালিদ হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক নাগরপুর উপজেলা আ.লীগ)আব্দুল লতিফ (শ্রম বিষয়ক সম্পাদক নাগরপুর উপজেলা আ.লীগ) রওশনারা মাসুদা মহিলা বিষয়ক সম্পাদক নাগরপুর উপজেলা আ. লীগ, হাবিবুর রহমান হাবিব সদস্য নাগরপুর উপজেলা আ.লীগ, মতিয়ার রহমান সাবেক চেয়ারম্যান ধুবড়িয়া ইউ.পি, আব্দুল বারী বাবু সদস্য টাঙ্গাইল জেলা আ.স্বেচ্ছাসেবক লীগ, নুর আলম দিদার সহ ধুবড়িয়া, দপ্তিয়ার সলিমাবাদের তৃণমূল আ. লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। পরে দপ্তিয়ার, নিশ্চিন্তপুর স্থানীয় জনসাধারণ বীর মুক্তিযোদ্ধা এবং ইউনিয়ন আ. লীগের তৃণমূল নেতৃবৃন্দদের সাথে পথসভা করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন সম্ভব-ড. আনোয়ার খান এমপি


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798