মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে সোমবার সন্ধ্যার দিকে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার নামক ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সুরাইয়া পূর্বধলা উপজেলার চর বৌলী গ্রামের লাখ মিয়ার কন্যা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমুরা গ্রামের নুরুল ইসলাম ও হুসনে আরা সুইটী’র সংসারে ৫টি পুত্র সন্তান হলেও কোন কন্যা সন্তান না থাকায় ৮/৯ মাস পূর্বে সুইটী তার বোনের সন্তান সুরাইয়াকে তার কাছে নিয়ে এসে লালন পালন করে আসছিল। 

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন সুরাইয়াকে ঘরে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুরাইয়ার লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রæত বারহাট্টা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষনা করে। 

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা’র সাথে যোগাযোগ করলে তিনি পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন: মোহনগঞ্জে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798