বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

প্রকাশিত: ১৮:৫০, ২৪ আগস্ট ২০২৩

কলমাকান্দায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

কলমাকান্দায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজ আলী আমজাদ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ ফুট উত্তর পূর্বে সোনাডুবি হাওরের পানির নীচ থেকে  এ লাশটি উদ্ধার করা হয়।

এরআগে বুধবার দুপুরে কলমাকান্দা  উপজেলার এলাকায় ইটবোঝাই একটি নৌকা ডুবে এক জন নিখোঁজ হয়। নিহত আলী আমজাদ কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত চাঁন খার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার এমপিবি ব্রিকস্ থেকে ১ হাজার ২০০টি ইট নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বিশরপাশার নানিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে  সোনাডুবি হাওরের নাগডড়া নামক এলাকায় গেলে ইট বোঝাই নৌকায় থাকা দুইজনসহ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার মাঝি সেকুল মিয়াকে উদ্ধার করা গেলেও সাথে থাকা আলী আমজাদ নিখোঁজ রয়েছিলেন। 

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, গত বুধবার বিকেল থেকে ময়মনসিংহের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ৪ ঘণ্টা অভিযান চালান। পরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে বিকেল পোনে ৩টার দিকে আলী আমজাদের লাশ উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নিহত আলী আমজাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808