নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পশ্চিম তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী তাসলিমা বেগম (৩৫) রান্না ঘরে রাইস কুকারে খাবার রান্না করছিল। এসময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। সে বিদ্যুতের সুইচ বন্ধ করতে রান্না ঘরে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস জানায়,অল্প সময়ের মধ্যে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের তেমন কোন ক্ষয়-ক্ষতি না হলেও ঘটনাস্থলেই গৃহবধুর মৃত্যুবরণ করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী খন্দকার আর নেই
মোহাম্মদ দুদু মল্লিক