মধ্যনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী খন্দকার আর নেই
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী খন্দকার মারা গেছে।
মঙ্গল রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার দুপুর ২.৩০টায় মধ্যনগর থানা মাঠে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার উপস্থিতিতে মধ্যনগর থানার ওসি মোঃ এমরান হোসেনর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় মধ্যনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে লাশ কবরে নেওয়ার সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন।তারা তাদের সহযোদ্ধা কে চোখের অশ্রু দিয়েই শেষ বিদায় জানান।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে মধ্যনগর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আঃ বারী খন্দকার মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্ৰাহী রেখে গেছেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
সুরঞ্জন তালুকদার