
নেত্রকোনার দুর্গাপুরে মহান বিজয় দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এবং দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পুলিশ ও আনসার বাহিনীর সালাম প্রদর্শনের পর বিজয় মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, এবং অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া। উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনও মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: টঙ্গীবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
কলি হাসান