কলমাকান্দায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নেত্রকোনার কলমাকান্দা থানার আয়োজনে পুলিশের নানা কর্মকাণ্ডের জবাবদিহিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কলমাকান্দা থানার প্রাঙ্গনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় ।
এ উপলক্ষে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্বয়কারী অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক , উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, দূর্গাপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য ইদ্রীস আলী তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দাস, ব্যবসায়ী মালিক সমিতি'র সভাপতি হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোকাম্মেল হোসেন নয়ন, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান চয়ন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, শ্রমিক ইউনিয়ন নেতা গোলাম হোসেন ও সাংবাদিক মো. ফখরুল আলম খসরু প্রমূখ।
উক্ত সভায় কলমাকান্দা বাজারে অসহনীয় যানজট নিরসন, সিসি ক্যামেরা স্থাপন, মাদক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলার বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও থানা পুলিশ অফিসার ও গণমাধ্যমকর্মী এবং গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
শেখ শামীম