মধ্যনগরে গোড়াডুবা হাওরে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গোড়াডুবা হাওরে উবদাখালী নদীর পাড়ে বাঁধের উপরে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
আজ সোমবার সন্ধায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদার এর সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমসেরপুর গ্রাম হতে অনুমান ১ কিঃমিঃ দক্ষিণে গোড়াডুবা হাওরে উবদাখালী নদীর পাড়ে ফসলরক্ষা বাঁধের উপরে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন পুরুষ ব্যক্তির বয়স অনুমান (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীনভাবে এলাকায় বিগত এক মাস যাবত ঘুরাফেরা করতে স্থানীয় লোকজন দেখতে পেয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।