জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ যুক্ত হলেন সর্বজনীন পেনশন স্কীমে
সরকার কতৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কীমে বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।
১৬ই মে বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে সাংবাদিকদের সর্বজনীন পেনশন স্কীম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে এবং সাধারণ রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, সরকার কর্তৃক গৃহীত সার্বজনীন পেনশন স্কীম ভবিষ্যৎ জীবনের সামাজিক ও আর্থিক নিরাপত্তায় সহায়ক, তিনি সর্বজনীন পেনশন স্কীমে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিবন্ধনে উদ্যোগি হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিক পেনশন স্কীমে শুধু নিবন্ধন নয় বরং সাধারণ মানুষকে পেনশন স্কীম নিয়ে উদ্বুদ্ধকরণে ইতিবাচক প্রচারণা চালানোর আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শুয়াইবুর রহমান, সহ সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম বাবু, তোফায়েল আহমেদ ও মুরাদ হাসান।
আরও পড়ুন : ধর্মপাশায় লুডু খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন
গোলাম সরওয়ার বেলাল