
কেন্দুয়ায় গরু চোরের উপদ্রব বৃদ্ধি দুঃশ্চিন্তায় কৃষকগণ
নেত্রকোনার কেন্দুয়ায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হতে না হতেই আবারও গরুচোরদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে কৃষকদের অন্তত ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা ও লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুই চোরকে গ্রেপ্তার ও দুইটি চোরাই গরু উদ্ধার করেছে।
গ্রেপ্তার মোবারক (২১) ও সুজন (২৩) নামের ওই গরু চোরদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠালে গতকাল একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হতে না হতেই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যায়। চোরেরা রাতের বেলায় গোয়ালঘর ও খামারের তালা ভেঙ্গে কৃষকদের গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়ছেন
কৃষকেরা। উদ্ভূত পরিস্থিতিতে গত রোববার রাতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রাম থেকে জিয়াউর রহমানের প্রায় তিন লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া একইদিন রাতে গন্ডা ইউনিয়নের বড়কালিয়ান গ্রাম থেকেও গোয়ালঘরের তালা ভেঙ্গে মনোয়ার হোসেন নামের এক কৃষকের চার লক্ষাধিক টাকা মূল্যের দুটি বিদেশী জাতের গাভী ও একটি ষাঁড় গরু চোরেরা নিয়ে যায়।
এ ছাড়াও আগেরদিন শনিবার দিবাগত রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের পিজাহাতি গ্রাম থেকেও এক কৃষকের লক্ষাধিক টাকা মূল্যের দুইটি গরু চুরি হয়েছে। পরে এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুইটি চোরাই গরু উদ্ধার করে এবং মোবারক ও সুজন নামের দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ওই দুই চোরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত গত মঙ্গলবার তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশ জানিয়েছেন। এ ছাড়াও কয়েকদিন আগে উপজেলার আশুজিয়া ইউপির সিংহেরগাঁও গ্রাম থেকেও এক কৃষকের চারটি গরু চুরি হয়েছে।
এদিকে বোরো মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকায় গরুচোরদের উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রায় রাতেই বিভিন্ন গ্রাম থেকে গরু চুরির খবর আসতে থাকে। পরে চুরি ঠেকাতে থানা-পুলিশের উদ্যোগে পুলিশ, গ্রামপুলিশ ও স্থানীয় কৃষকদের সমন্বয়ে রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে ৩৪টি কমিটি গঠন করা হয়েছিল। এ অবস্থায় বোরো মৌসুমের শেষে আবারও গরুচোরদের উপদ্রব বেড়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন কৃষকগণ।
এর সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত দুই গরু চোরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া গরু চোরচক্রের অপর সদস্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি গরু চুরি ঠেকাতে রাতের বেলায় সড়কে গাড়ি তল্লাশি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: যুবপ্রজন্ম আওয়ামী স্বেচ্ছাসেবী পরিষদের মোহনগঞ্জ উপজেলা কমিটি গঠন