ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর ছাত্রীর মা।
অভিযুক্ত যুবকের নাম অনিক চন্দ্র বিশ্বশর্মা(২০)। তিনি ওই উপজেলার বিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার রাখাল চন্দ্র বিশ্বশর্মার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন অনিক। ৪-৫ দিন আগে সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর সময় বাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন অনিক।
এসময় মেয়েটি চিৎকার করলে তিনি চলে যান। যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখান। বুধবার (২৩ আগস্ট) ফের ধর্ষণচেষ্টা চালান অনিক। পরে মেয়েটি তার মাকে জানালে ওইদিন রাতেই থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে মামলা করেন ছাত্রীর মা।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। জবানবন্দি দিতে শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কলমাকান্দায় অনৈতিক কর্মকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন