
কলমাকান্দায় পুলিশের করা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নেত্রকােনার কলমাকান্দা উপজেলায় পুলিশের দায়ের করা মামলায় রাজা মিয়া (৫৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আব্দুল বারেক। রােববার দুপুরে পুলিশ গ্রেফতারকৃত রাজা মিয়াকে আদালতে প্রেরণ করেছে ।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসহ সরকার বিরােধী স্লােগান দেয়। এসময় তারা সড়ক টায়ার জ্বালিয়ে জনদুর্ভােগ সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ হামলায় পুলিশের ৪ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েকটি ফাঁকা গুলি ছােড়ে পুলিশ।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মাে. জুনেব খাঁন বাদী হয়ে লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপির ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরাে ২৫০ জনকে আসামি করা মামলা করেছে।
এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের বলেন, বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে আসতে থাকে । এ সময় পুলিশ বাধা দেয় ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আমাদর নেতাকর্মীদের ওপর গুলি ছুড়ছে । এতে করে বিএনপির অনেক নেতাকর্মীরা আহত হয়েছে। বিএনপির কেউ পুলিশের ওপর ইটপাটকেল ছােড়েনি । তিনি আরও বলেন, এখন বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতেই পুলিশের এ মিথ্যা মামলা দায়ের করেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন , পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় বিএনপি নেতা রাজা মিয়াকে গ্রেফতার করে রােববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে । অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।