মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

বারহাট্টায় ডেঙ্গুতে রোয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২১:২১, ১৫ জুন ২০২৩

আপডেট: ২১:২৫, ১৫ জুন ২০২৩

বারহাট্টায় ডেঙ্গুতে রোয়েট শিক্ষার্থীর মৃত্যু

বারহাট্টায় ডেঙ্গুতে রোয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফারজান আহমেদ রাফি (২২) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফি উপজেলার গোড়াউন্দ গ্রামের নূরে আলমের ছেলে এবং রাজশাহী প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (রোয়েট) চূড়ান্তবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


রাফির মামা হোসাইন মোহাম্মদ দেলোয়ার জানান, রাফি হোস্টেলে থেকে রাজশাহীতে রোয়েটে পড়া-লিখা করত। সে গত শনিবার (১০ জুন) জ্বরাক্রান্ত হয়ে সেখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে নাই। ডাক্তারগণ লক্ষণ অনুযায়ী তার চিকিৎসা দেন।

অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৩ জুন) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেও রিপোর্টে ডেঙ্গু নিগেটিভ রিপোর্ট আসে। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। তার শরিরে ডেঙ্গুর পূর্ণ লক্ষণ ছিল এবং এ কারণেই তার মৃত্যু হয় বলে ডাক্তারগণ তাকে জানিয়েছেন।

আরও পড়ুন: কলমাকান্দায় অটোরিকশা ধাক্কায় শিশুর মৃত্যু