বারহাট্টায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় ১৬ ডিসেম্বর মহান জাতীয় দিবস উপলক্ষ্যে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আশা অফিসের উদ্যোগে আশার বারহাট্টা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিভিন্ন ধরনের এ ফ্রি ক্যাম্পে সেবা প্রদান করা হয়। সেবা সমূহের মধ্যে ছিল আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ। এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যদের মধ্যে আশার বারহাট্টা- ০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আলতাবুর রহমান, আশার বারহাট্টা- ০২ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া, আশার বারহাট্টা হেলথ সেন্টার ইনচার্জ ডাঃ প্রদীপ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
আশার বারহাট্টা- ০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আলতাবুর রহমান জানান, ৮১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ১২টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দেশব্যাপী এ সেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: বারহাট্টায় বিএনপি’র ২ নেতা আটক