মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

হে জনক তোমাতে অতল শ্রদ্ধা

প্রকাশিত: ২০:৫৫, ১৫ আগস্ট ২০২৩

হে জনক তোমাতে অতল শ্রদ্ধা

হে জনক তোমাতে অতল শ্রদ্ধা

হে জনক তুমি বাঙ্গালীর স্বাধীণতা
বীর বাঙ্গালীর প্রান
তুমি বাঙ্গালীর মহান নেতা
জাতির পিতা শেখ মুজিবুর রহমান

তোমার ডাকে সেদিন পরাধীন পূর্বপাকিস্থান
হয়েছিল স্বাধীন বাংলাদেশ
পেয়েছি লাল সবুজের পতাকা
যে পতাকার দিকে তাকালেই দেখা যায়
সংগ্রামী মুজিবের ছবি আঁকা।

হে জনক যারা তোমাকে স্বপরিবারে হত্যার পর
নিষিদ্ধ করেছিলো জয় বাংলা শ্লোগান
তারা কি আদৌ জানতো
এই স্বাধীন বাংলাই মুজিবের প্রান?

ক্ষমতার লোভে মসনদে বসে
যারা করেছিলো নতুন কালো অধ্যাদেশ
হবেনা বাংলায় বঙ্গবন্ধু হত্যার বিচার
আইনটি যারা করেছিলো
তারা কি সুন্দর মানুষ?

না,তারাই মানুষরুপী বাংলার কুলাঙ্গার।
হে জনক, তারা কি জানতো
মুজিব মানেই একটি আদর্শ
মুজিব মানেই স্বাধীন বাংলাদেশ
মুজিব মানেই লক্ষ কোটি জনতার বিশ্বাস
মুজিব মানেই তোমার দেশ আমার দেশ বাংলাদেশ।

আজ পনেরই আগষ্ট ফুলে ফুলে শ্রদ্ধা জানাতে 
সব মুজিব সেনারা এক সাথে হয়েছি সামিল
মুজিব তুমি বীর বাঙ্গালীর
স্বাধীনতার ইতিহাসের মূল দলিল।

আরও পড়ুন: নানা আয়োজনে কেন্দুয়া উপজোলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন