
বারহাট্টায় কৃষকলীগের প্রতিষ্ঠার্ষিকী পালিত
নেত্রকোণার বারহাট্টায় বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষকলীগের পক্ষ হতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সকাল ১১টায় উপজেলা আওযামীলীগ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির আহŸায়ক মো. লুৎফুর রহমান খানের সভাপতিত্ব ও সদস্য-সচিব একেএম আরিফুজ্জামান নন্দনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. খায়রুল কবির খোকন প্রধান অতিথি ও সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাইনুল হক কাসেম, যুবলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক শাহীনুর রহমান শাহীনসহ নবগঠিত কৃষকলীগের নেতৃবৃন্দ।
শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। লোচনা শেষে বর্ণাঢ্য শোভযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে।
আরও পড়ুন: বারহাট্টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
লতিবুর রহমান খান