বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

ঝিনাইগাতীতে মডেল মসজিদ উদ্বোধন

প্রকাশিত: ১৮:২২, ২৫ মে ২০২৩

ঝিনাইগাতীতে মডেল মসজিদ  উদ্বোধন

ঝিনাইগাতীতে মডেল মসজিদ উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মস্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নিমার্ণ কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক। 

এ সময় তিনি বলেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনেক আগেই। এই উপজেলায় জমি নিয়ে বিরোধ থাকায় বিলম্বে আজ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। 

তিনি ঠিকাদরকে দ্রুত কাজ শেষ ও কাজের গুনগত মান রক্ষা করার জন্যে নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব আমিরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম সহ এলাকার মুসল্লিগণ। 

আরও পড়ুন: উপ-নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ: ১৫ জন আহত