শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জগন্নাথপুর

শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২৪

শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহ বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোঃ রুয়েলুল হক রুয়েল এবং তার ভাইদের অর্থায়নে তাদের  মরহুম পিতার নামে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো  (৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দিনব্যাপী হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন'র সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম-এর তত্ত্বাবধানে কেরাত, হামদ/নাত ও হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ক এবং খ গ্রুপে হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া ফাযিল মাদ্রাসা,সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল মাদ্রাসা,আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউট, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা, চিলাউড়া রসুলপুর দাখিল মাদ্রাসা, কুবাজপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা,পূর্ববুধরাইল আটঘর আউদত, দাখিল মাদ্রাসা, চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা, হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) দাখিল মাদ্রাসা, বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা , পীরেরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জয়দা আরাবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা, রসুলপুর বনগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা, চরা জামেয়া দাখিল মাদ্রাসা, কামড়াখাই জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,জগদীশপুর হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত মা ফাতেমা (রাঃ) দাখিল মাদ্রাসা, ইকড়ছই জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা, পাঠকুড়া হাফিজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,বাউধরন সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। 

হামদ/নাত হিফজ শাখা প্রতিযোগিতায় দক্ষিন হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল মাদ্রাসা হিফজ শাখা, আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউট হিফজ শাখা, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা হিফজ শাখা, চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা হিফজ শাখা, ইসলামপুর হাফিজিয়া মাহমুদিয়া ফোরকানিয়া মাদ্রাসা, শাহজালাল দারুল কোরআন নজীপুর,  সিরামসি হাফিজিয়া মাদ্রাসা, বালিকান্দি ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সাঙ্গিয়ারগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ইকড়ছই জামেয়া আলিম মাদরাসা হিফজ শাখা, রিয়াছত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, হাজী রফিকুল্লাহ ও বেগম হাজেরা হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা, রৌয়াইল দারুসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, পাঠকুড়া হাফিজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মাখরকোনা হাফিজিয়া মাদরাসা, পীরেরগাও সুন্নিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, দোস্তপুর সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, হযরত মা ফাতেমা (রা:)  দাখিল মাদরাসা, কামারখাল লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার কোরআনে হাফেজগণ অংশ নেন। এছাড়াও ক্বেরাত তাকমীলে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভা শেষে মাদরাসার ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় এর  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। 

প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ- কানাইঘাট আসনের সংসদ সদস্য হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। 

হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরার সভাপতিত্বে ও হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম সাকের-এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন”র সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম। 

আলোচনা সভায় বক্তারা শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ রুয়েলুল হক রুয়েল সহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও ফাউন্ডেশনটি দ্বীনি শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে। 

এসময় হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবিবুল বারী আয়হান, সহ- সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী রেহান,  সদস্য রাসেল রহমান, সদস্য জিল্লুর রহমান, সদস্য মাশ্বাদুল হক চৌধুরী, শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক হাজি শাহ মুক্তার আলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক আব্দুল করিম ফারুকী, যুক্তরাজ্য প্রবাসী  আকিকুর রহমান, এম এ কাদির, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মো: ফিরোজ মিয়া, মো: দিলু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসাইনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্বেরাত প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অর্জন করেন পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদরাসার ছাত্রী শেখ ফাহমিদা বেগম, ২য় স্থান অর্জন করেন হযরত মা ফাতেমা ( রা:) দাখিল মাদরাসার ছাত্র মো: আরিফ হাসান, ৩য় স্থান অর্জন করেন রসুলগন্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার  ছাত্র হৃদয় মিয়া। 

খ গ্রুপে ১ম স্থান অর্জন করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার  ছাত্র মোঃ মোজাহিদুল ইসলাম,২য় স্থান অর্জন করেন বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার  ছাত্র মোঃ রিমন হোসেন, ৩য় স্থান অর্জন করেন হযরত মা ফাতেমা ( রা:) দাখিল মাদরাসার ছাত্র মোঃ সাব্বির আহমদ।  

হামদ/নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী সুমাইয়া বেগম, ২য় স্থান অর্জন করেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ছাত্র মোঃ অমর আলী,৩য় স্থান অর্জন করেন কুবাজপুর শাহজালাল (র:) দাখিল মাদরাসার ছাত্রী  মোছাঃআফসানা বেগম। 

খ গ্রুপে ১ম স্থান অর্জন করেন চিলাউড়া রসুলপুর দাখিল মাদরাসার ছাত্রী  মরিয়ম সুলতানা নুরী,২য় স্থান অর্জন করেন হযরত আবু বকর সিদ্দিক ( রা:) দাখিল মাদরাসার  ছাত্রী ইমরাদুল আলম ইমরান, ৩য় স্থান অর্জন করেন রসুলগন্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার ছাত্র তমজিদ আলী। 

হিফজ তাকমীল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কামিনীপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র  মোঃ লিটন আহমদ, ২য় স্থান অর্জন করেন রসুলগন্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসা হিফজ শাখার ছাত্র  আলী আল মাহী, ৩য় স্থান অর্জন করেন দক্ষিন হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র  আহমদ উল্ল্যা শাহরিয়ার। 

হামদ/ নাত হিফজ শাখায়  ১ম স্থান অর্জন করেন রৌয়াইল দারুসুন্নাহ হাফিজিয়া মাদরাসার ছাত্র মোঃ রবিউল হাসান,  ২য় স্থান অর্জন করেন হযরত মা ফাতেমা ( রা:) দাখিল মাদরাসার ছাত্র নিয়ামুল হক ৩য় স্থান অর্জন করেন শ্রীরামসী হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার ছাত্রী ছাদির আহমদ।  শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।  প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ঠ প্রদান করেন প্রধান অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি সহ অতিথিবৃন্দ। 

এছাড়াও  প্রতিযোগিতায় দায়িত্ব পালনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। পরে মরহুম শাহ আব্দুল হান্নানের রুহের মাগফেরাত কামনা ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। 

পরে এমপি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী  মাদরাসায় হাজিরার ফলক উম্মোচন করেন। এদিকে হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার উন্নয়নে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ মোঃরুয়েলুল হক ৬ লক্ষ টাকা, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান আকমান ৬ লক্ষ টাকা ও এম এ কাদির এমএসসি, পিজিসি ইউকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় রিসালাহ শিল্পীরা ইসলামী গজল পরিবেশন করেন।

আরও পড়ৃুন: দুর্গাপুরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিয়াজ রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

ঈদ ও নববর্ষে পদ্মা সেতুতে ২১ কোটি ৪৭ লাখ টাকা টোল আদায়
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী
কলমাকান্দায় মোটরসাইকেলের চাকা ফেটে তিনজনের মৃত্যু
র‌্যাব-১৪’র অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত প্রকৃতি কন্যা জাফলং ও নীল নদ লালাখাল
কেন্দুয়ায় তিন দিনব্যাপী ‘জালাল মেলা’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত
কেন্দুয়ায় আউশ ধানের বীজ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত
কলমাকান্দায় দেশীয় অস্ত্রসহ পিতাপুত্র আটক
ঠাকুরগাঁওয়ে গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি গৃহবধূরা
ফুলবাড়ীতে এসিল্যান্ডের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন চাঁদা দাবি: থানায় জিডি দায়ের
ফুলবাড়ীতে সবজির দাম উর্ধ্বমূখী রাতারাতি দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তা
ধর্মপাশায় সরকারি রাস্তার গাছ কেটে নিলো এক শিক্ষক
সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন
মসিকে ১০ কোটি টাকার সড়ক ও ড্রেনের কাজ উদ্বোধন করলেন মেয়র
কলমাকান্দায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকারের জন্মদিন উদযাপন
বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকারের ৮৮তম জন্মদিন আজ
১ বিলিয়ন ডলার নিয়ে এমএলএম mtfe বন্ধ
কলমাকান্দায় পুলিশের কাছে ধরা পড়লো তিন মাদক কারবারি
আটপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নকলায় ফাঁসিতে ঝুলে নেশাগ্রস্থ কিশোরের আত্মহত্যা
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের রাজনৈতিক জীবনের ইতিহাস
কলমাকান্দায় আগুনে পুড়ে ২১ দোকানঘর ছাই

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 809