কেন্দুয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি অসীম কুমার উকিল
নেত্রকোনার কেন্দুয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন কেন্দুয়া- আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সোমবার (৬ নভেম্বর ) সকালে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপির বাসভবনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি অসীম কুমার উকিল উপস্থিত থেকে কেন্দুয়া উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসায় এসব সামগ্রী ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
ক্রীড়া সামগ্রী মধ্যে- ফুটবল, ক্রিকেট, কেরাম, দাবা, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন। এসব ক্রীড়া সামগ্রী কেন্দুয়া উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্টানে বিতরণ করা হয়েছে।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,নিজেকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া এ ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে। এটাই আমাদের কাছে গর্ব। ক্রিকেট,ফুটবল,হাডুডু,দাবা, ভলিবল,ব্যাডমিন্টন,হকি, কেরামে আমাদের দেশের ক্রীড়াবিদরা ভাল করছে । বর্তমান সরকার অন্যান্য উন্নয়নের পাশাপশি ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। তাই ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য তৃনমুলের শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ বাংলাদেশ। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারো প্রধানমন্ত্রী বানাতে আপনাদের সহযোগিতা কামনা করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক চিত্র তৃনমুলে তুলে ধরার জন্য সকলের প্রতি উদাক্ত আহবান জানান।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জুনায়েদ আহমেদ, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান ২৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক