বারহাট্টায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন
নেত্রকোনার বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি’র সভাপতিত্ব ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহাবুব আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, অবসর প্রাপ্ত ডি.এ.ডি. বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুর রহমান চৌধুরী, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, বারহাট্টা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, বারহাট্টা থানার এস.আই. আমিনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন চিরাম ইউনিয়ন একাদশ ও বারহাট্টা সদর ইউনিয়ন একাদশ। উদ্বোধনী খেলায় বারহাট্টা সদর ইউনিয়ন একাদশ চিরাম ইউনিয়ন ইউনিয়ন একাদশকে ৩ গোলে হারিয়ে জয়ী হয়। উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, আগামী ১১ জুলাই বৃহস্পতিবার ফাইনাল খেলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হবে।
আরও পড়ুন: দুর্গাপুরে বৃষ্টির পানিতে শিশুর মৃত্যু
লতিবুর রহমান খান