
জাতীয় কন্যা দিবসে ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
"শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা"এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক সুনিয়া দাস, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুন্নি আক্তার আশা প্রমুখ।
বক্তারা নারী-পুরুষের সমতা নিয়ে সভায় আলোচনা করেন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,নারী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভার আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: কেন্দুয়ায় জাতীয় কন্যা দিবস পালিত